Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ওয়েব পোর্টালে স্বাগতম। পশ্চিমে যমুনা নদী ও পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদ বিধৌত ইসলামপুর উপজেলা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য কাঁসা শিল্পের জন্য এ উপজেলার রয়েছে দেশব্যাপী পরিচিতি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। ধান, পাট, আখ, মৎস্য ও বেগুনসহ কৃষি পণ্যের জন্য বিখ্যাত এ উপজেলা। মহান মুক্তিযুদ্ধে এ উপজেলার আপামর জনসাধারনের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক জ্ঞানী ও গুণীজনের জন্ম এ উপজেলায়। রাষ্ট্রের শাসন বিভাগের কাঠামোতে মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কার্য সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অত্যন্ত গুরত্বপুর্ণ ভূমিকা রাখে। উপজেলা পর্যায়ে সরকারের গৃহিত সকল সিদ্ধান্তকে বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সমৃদ্ধ তথ্য ভান্ডার এবং যোগাযোগের সহজ ও প্রযুক্তি নির্ভর মাধ্যম হিসেবে গড়ে তোলা হয়েছে ইসলামপুর উপজেলা ওয়েব পোর্টালটি।

 

জনসেবার জন্য জনপ্রশাসন এ উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন সরকারের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করে থাকে। এ কার্যালয়ের প্রধান কার্যবিবরণীর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয়, আইন-শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনার তদারকি, অপরাধ প্রতিরোধমুলক ফৌজদারি ব্যবস্থা, স্থানীয় সরকারের কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি, নির্বাচন সংক্রান্ত, পাবলিক পরীক্ষা, সেচ, সার- বীজ ও কৃষি প্রণোদনা সংক্রান্ত, বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন/পালন, মোবাইল কোর্ট পরিচালনা, সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি। আমাদের ওয়েব পোর্টাল জনমানুষের সাথে উপজেলা প্রশাসনের সেতুবন্ধন রচনা করবে যার মাধ্যমে সরকারের সেবা প্রাপ্তি নিশ্চিত ও সহজ হবে মর্মে আশা করছি। ইসলামপুর উপজেলার সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বোপরি উপজেলাবাসী সম্মিলিতভাবে বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহায়তা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

পরিশেষে, আমি ইসলামপুর উপজেলার অব্যহত উন্নয়ন কামনা করছি।

 

শুভেচ্ছান্তে 

উপজেলা নির্বাহী অফিসার 

ইসলামপুর, জামালপুর।