ইসলামপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে যমুন নদী এবং উত্রর-পূর্ব অংশের ভিতর দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। এ উপজেলার ভূমিরূপ প্লাবন নিম্নভূমি। এছাড়া অসংখ্য খাল-বিল এ উপজেলায় রয়েছে। কাসা শিল্পের জন্য এই উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।
ইসলামপুর উপজেলার, দঃ পাশে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা অবস্থিত,ইসলামপুর উপজেলার, পশ্চিম পার্শ্বে সারিয়াকা্ন্দি গাইবান্ধা জেলা, এবং দেওয়ানগঞ্জ উপজেলা অবস্থিত, ইসলামপুর উপজেলার, উত্তর পার্শ্বে বকশিগঞ্জ উপজেলা অবস্থিত, ইসলামপুর উপজেলার পূর্ব পার্শ্বে শেরপুর জেলা অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস