Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইসলামপুর পৌরসভা

জামালপুর জেলার ৩০ কিঃমিঃ উত্তরে ব্রক্ষ্মপুত্র নদ ও পশ্চিমে যমুনা নদীর মধ্যবর্তী স্থানে আবহমানকালের বাংলাদেশের ঐতিহ্যবাহী সুবিখ্যাত কাঁসা শিল্প অধ্যূসিত এলাকায় ইসলামপুর পৌরসভা অবস্থিত। ১৯৯৮ইং সালে অত্র পৌরসভা স্থাপিত হয়েছে। পৌরসভার আয়তন ১৪.৭১ বর্গকিঃমিঃ। মোটজনসংখ্যা ৩৫৪২৭ জন, হোল্ডিং সংখ্যা ৬৬৬৬ টি এবং ওয়ার্ড সংখ্যা ০৯টি। ১২/০৪/৯৯ ইং তারিখে ১মনির্বাচন, ০৭/১০/২০০৪ ইং তারিখে ২য়নির্বাচন এবং১৭/০১/২০১১ ইং তারিখে ৩য় নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রণালয় কর্তৃক ২৬/৫/২০১১ ইং তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপন মূলেঅত্র পৌরসভাকে “গ” শ্রেণী হতে “খ” শ্রেণীতে উন্নীত করা হয়েছে। পৌর এলাকার অধিকাংশ জনগন কৃষির উপর নির্ভরশীল। একমাত্র কাঁসা শিল্প ব্যতীত উল্লেখ করার মত আর কোন শিল্প প্রতিষ্ঠান নেই।ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাটের ব্যবসা বিদ্যমান। অত্র পৌরসভাটি দুই দিকদিয়ে নদী বেষ্টিত হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে অধিকাংশ পৌর এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। এতে রাস্তা ঘাটসহ ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়। সমগ্র পৌরএলাকার ময়লা- আবর্জনা নিয়মিত অপসারণ করা হয় এবং অধিকাংশ সড়কে সড়ক বাতি স্থাপন করা হয়েছে । এছাড়া পৌরবাসীদের যথাযথ ভাবে নাগরিক সেবা প্রদান অব্যাহত রয়েছে।