বিআরডিবি প্রদত্ত সেবাসমুহ কিভাবে পাবেনঃ
Ø ক্ষুদ্র এবং মাঝারি কৃষকগণ কৃষক সমবায় এবং মহিলারা মহিলা সমবায় সমিতির সদস্য হতে পারেন।
Ø ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক চাষী এবং বিত্তহীন পুরুষ ও মহিলারা যথাক্রমে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন ।
Ø গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন, কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল, স্থায়ী আয়ের অন্য কোন উৎস নেই, অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট ঋণী নয় এমন ১৮ থেকে ৫৫ বছরের যে কোন পুরুষ ও মহিলা বিত্তহীন পুরুষ/মহিলা দলের সদস্য হতে পারেন।
Ø সদস্যপদ গ্রহনের পর দলের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে ১ জন সদস্য ৩ মাসের মধ্যে ঋণ পেতে পারেন।
Ø কোন রকম জামানত ছাড়াই ২০০৩ এর ঋণ নীতিমালার আলোকে ঋণ প্রদান করা হয়।
Ø উপকারভোগীরা সামাজিক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কল্পে আয়বর্ধক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন।
Ø আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্য ৫,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্তু ঋণ পেয়ে থাকেন।
Ø ঋণের যারতীয় কাগজপত্র উপজেলা বিআরডিবি দপ্তর থেকে সরবরাহ করা হয়ে থাকে।
Ø উপকারভোগী সদস্যগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করে থাকেন।
Ø পরিবারের ২ জন সদস্য (১ জন পুরুষ ও ১ জন মহিলা) পৃথক পৃথক ভাবে পুরুষ ও মহিলা দলের সদস্য হতে পারেন।
Ø বিআরডিবি’র সেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপপরিচালক / উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে।
যুব উন্নয়ন অধিদপ্তর
সেবার নামঃ
যুব ক্লাব/সংগঠন তালিকাভূক্তিকরণঃ
তালিকাভূক্তির জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে ।
আবেদনের সাথে যা লাগবেঃ
Ø গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ও কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ০৩ কপি ।
Ø কার্যনির্বাহী এবং সাধারণ পরিশোধের সদস্য সংখ্যা ও সদস্যদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি ।
Ø বাড়ী ভাড়াঃ (ক) নিজস্ব সম্পত্তি হলে মূল ও হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি (খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের সত্যায়িত অনুলিপি ০২ কপি ।
Ø ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ০৩ কপি ।
Ø গঠনতন্ত্রের সত্যায়িত অনুলিপি ০৩ কপি ।
Ø সংগঠনের নিজস্ব প্যাড্-এ আলাদা করে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রমের বর্ণনা । খরচঃ তালিকাভূক্তির জন্য কোন খরচ নেই । সময়সীমাঃ আবেদনপত্র প্রাপ্তির পর জেলা কার্যালয় কর্তৃক ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস