অবস্থান ও আয়তনঃ
ময়মনসিংহ জেলার পশ্চিম ও শেরপুর জেলার দক্ষিণে জামালপুর জেলা অবস্থিত। জামালপুর জেলার ৭ টি উপজেলার মধ্যে ইসলামপুর অন্যতম। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ, দক্ষিণে মেলান্দহ ও মাদারগঞ্জ, পূর্বে শেরপুর জেলার সদর ও শ্রীবর্দী উপজেলা এবং পশ্চিমে বগুড়া ও গাইবান্ধা জেলা অবস্থিত। ইসলামপুর উপজেলার আয়তন ৩৫৩ বর্গ কিলোমিটার।
ভূ-প্রকৃতিঃ ইসলামপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে যমুনা নদী এবং উত্তর-পূর্ব অংশের ভিতর দিযে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। এ উপজেলার ভূমিরূপ প্লাবন নিম্নভূমি। এছাড়াও অসংখ্য খাল-বিল এ উপজেলায় রয়েছে। কাসা শিল্পের জন্য এই উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।
জনসংখ্যাঃ এ উপজেলার মোট জনসংখ্যা ২,৮৯,৩৩৭ জন (২০০১ এর শুমারী অনুযায়ী)। পুরুষ ১,৪৮,৯৫৮ জন এবং মহিলা ১,৪০,৩৭৯ জন। তবে বর্তমান জনসংখ্যা প্রায় ৩,৫০,০০০ জন।
শিক্ষার হার : এই উপজেলার শিক্ষার হার ৩৪.৪০%
মোট ভোটার সংখ্যাঃ ১,৭২,৯৬৫ জন, পুরুষঃ ৮৪,৮৭৩ জন, মহিলাঃ ৮৮,০৯২ জন।
উপজেলার কাঠামোগত বৈশিষ্ট্যঃ
* পৌরসভা : ০১ টি।
* ইউনিয়ন : ১২ টি।
* মৌজা : ৮৩ টি।
* গ্রাম : ১৪৫ টি।
* ডিগ্রী কলেজ : ০২ টি
* ইন্টারমিডিয়েট কলেজ : ০৬ টি (২ টি বালিকাসহ)
* হাই স্কুল : ২৩ টি ( বালিকা ৫ টি)
* প্রাথমিক বিদ্যালয় : ১৫০ টি।
* মাদ্রাসা : ৩১ টি।
* সরকারী হাসপাতাল : ১ টি।
* পাকা রাস্তা : ৭৭.৮৬ কিঃমিঃ
* কাঁচা রাস্তা : ৪৩৮ কিঃ মিঃ
* রেলপথ : ২০ কিঃ মিঃ
* রেল স্টেশন : ৩ টি।
* আবাদী জমির পরিমাণ : ৫৬, ৭২৭ একর।
* এ উপজেলায় ৫টি ইউনিয়নের আইল্যান্ড চরের সংখ্যা : ১৪ টি ।
* ১৪টি আইল্যান্ড চরে গ্রামের সংখ্যা : ১৭ টি ।
* ১৪টি আইল্যান্ড চরের গ্রামের লোকসংখ্যা : ২৪,৫০০ জন ।
সমস্যাঃ সারা বছর ব্যাপী ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গন এই উপজেলাবাসীর সবচেয়ে বড় সমস্যা। যমুনা নদী ও ব্রক্ষ্মপুত্র নদের মত বড় দু’টি নদী একটি উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হওয়ায় স্বাভাবিক বর্ষায়ও এই উপজেলা বন্যায় প্লাবিত হয়, এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বন্যার সময় আইল্যান্ড চরে সেবা (বিদ্যালয়ে শিক্ষকদের গমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীদের যাতায়াত দুর্যোগকালে ত্রাণ পৌছানো) সরবরাহ করা খুবই কঠিন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস