অবস্থান ও আয়তনঃ
ময়মনসিংহ জেলার পশ্চিম ও শেরপুর জেলার দক্ষিণে জামালপুর জেলা অবস্থিত। জামালপুর জেলার ৭ টি উপজেলার মধ্যে ইসলামপুর অন্যতম। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ, দক্ষিণে মেলান্দহ ও মাদারগঞ্জ, পূর্বে শেরপুর জেলার সদর ও শ্রীবর্দী উপজেলা এবং পশ্চিমে বগুড়া ও গাইবান্ধা জেলা অবস্থিত। ইসলামপুর উপজেলার আয়তন ৩৫৩ বর্গ কিলোমিটার।
ভূ-প্রকৃতিঃ ইসলামপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে যমুনা নদী এবং উত্তর-পূর্ব অংশের ভিতর দিযে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। এ উপজেলার ভূমিরূপ প্লাবন নিম্নভূমি। এছাড়াও অসংখ্য খাল-বিল এ উপজেলায় রয়েছে। কাসা শিল্পের জন্য এই উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।
জনসংখ্যাঃ এ উপজেলার মোট জনসংখ্যা ২,৮৯,৩৩৭ জন (২০০১ এর শুমারী অনুযায়ী)। পুরুষ ১,৪৮,৯৫৮ জন এবং মহিলা ১,৪০,৩৭৯ জন। তবে বর্তমান জনসংখ্যা প্রায় ৩,৫০,০০০ জন।
শিক্ষার হার : এই উপজেলার শিক্ষার হার ৩৪.৪০%
মোট ভোটার সংখ্যাঃ ১,৭২,৯৬৫ জন, পুরুষঃ ৮৪,৮৭৩ জন, মহিলাঃ ৮৮,০৯২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস