সুধী
১৬ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবস উপলষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাখো শহীদের রক্তে রাংগানো এ দিনটি আমাদের নিকট যেমন গৌরবের, তেমনি আনন্দের। জাতীয় জীবনের এ শ্মরণীয় দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিপাগল বাংলার অকুতোভয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ,দেশ প্রেমিক জনগন আর মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা,স্বাধীনতা ওসার্বভৌমত্ব।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনের লক্খে উপজেলা প্রশাসন, ইসলামপুর, জামালপুরের পষথেকে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৩৯, জামালপুর-২ এবং বিশেষ অতিথি হিসেবে জনান মোঃ নবী নেওয়াজ খান লোহানী বিপুল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইসলামপুর, জামালপুর উপস্থিত খাকার সদয় সম্মতি জ্ঞাপন করছেন।
সকল কর্মসূচীতে আপানাদের সানুগ্রহ উপস্থিতি ওসহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে-
দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী
উপজেলা নির্বাহী অফিসার
ইসলামপুর, জামালপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস