বিভন্ন ধরণের লাইসেন্স বিষয়ক তথ্য
ড্রাইভিং লাইসেন্স বিষয়ক তথ্য
( বি.আর.টি.এ)
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
০১. | ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়? | বি.আর.টি.এ শাখা থেকে অথবা যে কোন ফরম স্টেশনারীর দোকান থেকে মূল ফরমের ফটোকপি গ্রহণযোগ্য। |
০২. | লাইসেন্স ফি কত ? | লার্নার লাইসেন্স ফি-২০০/- টাকা। |
০৩. | ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় ? | সাধারনত প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়। |
০৪. | কি কি কাগজপত্র আবশ্যক ? | নির্ধারিত ফরমে আবেদন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/ এসএসসি সাটিফিকেট/ জন্মসনদ, নাগরিক সনদপত্র, রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ, ছবি পাসপোর্ট সাইজ ২ টি এবং স্ট্যাম্প সাইজ ৪ টি। |
০৫. | লাইসেন্স নবায়ন ফি কত ? | পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি- ১০০০/- টাকা। |
পাসপোর্টবিষয়ক তথ্য
(পাসপোর্ট শাখা )
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
আন্তর্জাতিক পাসপোর্ট | ||
০১. | পাসপোর্টের আবেদন ফরম কোথায় পাওয়া যায় ? | পাসপোর্ট অফিস এবং পোষ্ট অফিস (বিনামূল্যে), যে কোন মূল কপির ফটোকপি গ্রহণযোগ্য। |
০২. | পাসপোর্ট পাওয়ার পদ্ধতি ? | প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়। |
০৩. | অতিজরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। |
০৪. | জরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ১১ দিন পরে অন্যথায় ২১ দিন পরে সরবরাহ করা হয়। |
০৫. | সাধারণপাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ২১ দিন পরে অন্যথায় ১ মাস পরে সরবরাহ করা হয়। |
০৬. | পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-২৫০০/- টাকা। |
০৭. | সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৫০০/- টাকা। |
বিশেষ পাসপোর্ট | ||
০৮. | পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-১৫০০/- টাকা। |
০৯. | সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৩০০/- টাকা। |
১০. | কখন আবেদনপত্র গ্রহণ করা হয় ? | সকাল-৯.০০ টা হতে দুপুর- ২.০০ টা পর্যন্ত। |
১১. | কখন পাসপোর্ট বিতরণ করা হয় ? | বিকাল- ৪.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত। |
১২. | কি কি কাগজপত্র আবশ্যক ? | নতুন আবেদনঃ- নাগরিক সনদ, ভোটার আইডি কার্ড। সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র। নাম সংশোধনের ক্ষেত্রেঃ- নাম সংশোধনের ক্ষেত্রে এস এস সি বা সমমানের সনদ/ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা পত্রিকায় বিজ্ঞপ্তি আবশ্যক। |
আগ্নেয়াস্ত্র লাইসেন্সবিষয়ক তথ্য
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
০১. | ইট ভাটার লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ? | জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশিলষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদন সন্তোষজনক হলে তা পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়। পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ টিম সরেজমিনে পরিদর্শন করে ছাড়পত্র প্রদান করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয়। |
০২. | কি কি কাগজপত্র আবশ্যক ? | ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, লে আউট পল্যান, মৌজা ম্যাপ, খাজনার রশিদ এবং ইউনিয়ন পরিষদের অনাপত্তি। |
০৩. | ইট ভাটার লাইসেন্স ফি কত ? | ফি -৫০০/- টাকা। |
০৪. | ইট ভাটার লাইসেন্সের নবায়ন ফি কত ? | নবায়ন ফি- ৫০০/- টাকা (প্রতিবছরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রেক্ষিতে)। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS