Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডিসেম্বর ২০১৪ মাসের ইসলামপুর উপজেলা আইন-শৃংখলা কমিটির  মাসিক সভার কার্যবিবরণী।

 

সভাপতি      ঃ     মোঃ মাসূমুর রহমান

                     উপজেলা নির্বাহী অফিসার

                               ও

                     উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট

                        ইসলামপুর, জামালপুর।

 

সভার তারিখঃ     ২৩/১২/ ২০১৪ খ্রিষ্টাব্দ।

সভার সময়  ঃ     বিকাল ১২-০০ ঘটিকা ।

 

                     উপস্থিত সদস্যদের স্বাক্ষর  ঃ  সংশিস্নষ্ট হাজিরা খাতায় সংরক্ষিত।

              

          সভার শুরুতে সভাপতি কর্তৃক উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করা হয়। সভার প্রারম্ভে বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনানো হলে কোন রকম সংশোধন না থাকায় তা সর্বসম্মতিক্রমে  অনুমোদিত ও গৃহীত হয়। অতঃপর উপস্থিত সকল সদস্যকে আইন-শৃংখলা বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হলে নিম্নরূপ সিদ্ধামত্ম গৃহীত হয়।

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

১।  সভার  সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি ভাল। বিগত দিনের মত যাতে ১৬ ডিসেম্বর ২০১৪ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হওয়ায় এবং আইন শৃংখলা পরিস্থিতি বাজায় থাকায় সভায় সমেত্মাষ প্রকাশ করেন।

এধারা অব্যহত রাখার অনুরোধ জানানো হয়।

 

 

অফিসার- ইনচার্জ ইসলামপুর থানা

সংশিস্নষ্ট সকল

২। চেয়রম্যান উপজেলা পরিষদ সভায় জানান যে, সাপধরী ইউনিয়নে গরম্নচুরি হয় বলে শুনা যায়। তৎপ্রেÿÿতে চেয়ারম্যান সাপধরী ইউনিয়ন পরিষদ জানান যে, চোর ও ডাকাত গরম্ন চুরি করছেনা তবে তার ইউনিয়নে দুই ব্যাক্তির মধ্যে বিরোধের কারণে পরস্পর পরস্পরের গরম্ন চুরির ঘটনা ঘটছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে জানান যে, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিসত্মারিত আলোচনামেত্ম সাপধরী ইউনিয়ন চেয়ারম্যানকে সমাধানের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

চেয়ারম্যান সাপধরী ইউনিয়ন পরিষদ

অফিসার- ইনচার্জ ইসলামপুর থানা

 

 

 

 

 

৩। সভার সভাপতি সভায় বাল্য বিবাহ নিরোধ সংক্রামত্ম বিষয়ে  ম্যারেজ রেজিষ্টারদের অফিস যাতে ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স বা তার নিকটবর্তী স্থানে হয় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরামর্শ প্রদান করেন। বাল্য বিবাহ হলে তাহা জানানোর জন্যও অনুরোধ করা হয়।

বিসত্মারিত আলোচনামেত্ম সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

ইউ,পি চেয়ারম্যান (সকল)

 

৪। সভায় উপজেলা প্রেস ক্লাবের প্রতিনিধি সভায় জানান যে, অত্র উপজেলার ইজারাদারগণ গুদারাঘাট/খেয়াঘাটে পাড়াপারের ভাড়া দ্বিগুন হারে আদায় করে থাকে । ইজারাদারগণ যাতে পারাপারের যাত্রীদের নিকট হতে সরকার নির্ধারিত রেটে আদায় করে সে দিকে কর্তৃপÿÿর দৃষ্টি আকর্ষণ করছি। কোন ইজারদার সাইনবোর্ড না টানাইলে তাহা জানানোর জন্য অনুরোধ করা হয়।

বিসত্মারিত আলোচনামেত্ম সকল ইউ,পি চেয়ারম্যাদের নিজ নিজ অধিÿÿত্রের  গুদারাঘাট/খেয়াঘাটের সরকার নির্ধারিত টোল/রেটের সাইনবোর্ড টাংগানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

ইউ,পি চেয়ারম্যান (সকল)

 

 

        সভাপতি  সভায় উপস্থিত সকলকে আইন শৃংখলা যাতে স্বাভাবিক হয় এবং সৌহার্দপূর্ণ ভাবে বসবাস করতে থাকে তার অনুরোধ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

(মোঃ মাসূমুর রহমান)

                                                                                                                        উপজেলা নির্বাহী অফিসার                  

                                                                                                                      উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট,

                                                                                                                        ইসলামপুর, জামালপুর।

স্মারক নং- ০৫.৩০.৩৯২৯.০০০.০৬.০০২.১৩- ৮৬৭(৪০)                                         তারিখঃ- ৩০ -১২-২০১৪খ্রিঃ।

বিতরণঃ

( জেষ্ঠ্যতার ভিত্তিতে নয় )

১।  মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৩৯, জামালপুর-২।

২।  মাননীয় সংসদ সদস্য,৩১৮ মহিলা আসন-১৮, বাংলাদেশ জাতীয় সংসদ ।

৩।  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।

৪।  চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইসলামপুর, জামালপুর।

৫।  মেয়র, ইসলামপুর পৌরসভা, জামালপুর।

৬।  ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইসলামপুর,  জামালপুর।

৭।  উপজেলা .............................................................অফিসার (সকল), ইসলামপুর, জামালপুর।

৮।  অফিসার ইন-চার্জ ইসলামপুর থানা, জামালপুর।

৯।  কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ,ইসলামপুর, জামালপুর।

১০।  চেয়ারম্যান,...................................................ইউনিয়ন পরিষদ(সকল), ইসলামপুর, জামালপুর।

১১।  জনাব.......................................................................................ইসলামপুর,জামালপুর।

১২।  অফিস কপি।                                                                                  

                                                                                                          

                                                                                                          উপজেলা নির্বাহী অফিসার

                    ইসলামপুর, জামালপুর।