ইসলামপুর উপজেলার অনেকগুলো খাবারের হোটেল রয়েছে। রেল স্টেশনের খাবারের হোটেল গুলি সারা রাত খোলা থাকে। এছাড়া ইসলামপুর জেলা পরিষদের দোতলা একটি ডাকবাংলো রয়েছে। বেসরকারী সংস্থা ব্রাকো রেস্ট হাউস এবং একটি আবাসিক হোটেলর নাম রয়েছে।
ইসলামপুর ঠাকুর গাও নিত্যবাজার এ রয়েছে জাহান হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বাদল হোটেল এন্ড রেস্টুরেন্ট, পংকজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ।
Share with :