Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি
 
অবস্থান ও আয়তনঃ

ময়মনসিংহ জেলার পশ্চিম ও শেরপুর জেলার দক্ষিণে জামালপুর জেলা অবস্থিত। জামালপুর জেলার ৭ টি উপজেলার মধ্যে ইসলামপুর অন্যতম। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ, দক্ষিণে মেলান্দহ ও মাদারগঞ্জ, পূর্বে শেরপুর জেলার সদর ও শ্রীবর্দী উপজেলা এবং পশ্চিমে বগুড়া ও গাইবান্ধা জেলা অবস্থিত। ইসলামপুর উপজেলার আয়তন ৩৫৩ বর্গ কিলোমিটার।

ভূ-প্রকৃতিঃ   ইসলামপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে যমুনা নদী এবং উত্তর-পূর্ব অংশের ভিতর দিযে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত । এ উপজেলার ভূমিরূপ প্লাবন নিম্নভূমি। এছাড়াও অসংখ্য খাল-বিল এ উপজেলায় রয়েছে। কাসা শিল্পের জন্য এই উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।